বঙ্গভূমি লাইভ ডেস্ক: কমছে কোভিড রোগীর সংখ্যা। এই কারণেই রাজ্যের সেফ হোম এবং হাসপাতালের কোভিড ওয়ার্ড কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য সফতর। আজ নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তর কথাই জানানো হয়েছে। প্রতি জেলা পিছু একটি বা দু’টি করে সেফ হোম এবং প্রতিটি সরকারি হাসপাতালের বেড কমিয়ে কোভিড ওয়ার্ড চালু রাখার কথাই জানানো হয়েছে।
জেনে রাখা দরকার, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী। দৈনিক সংক্রমণের হার যদিও এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। তবে স্বাস্থ্যভবনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই। আর তা সম্ভব হয়েছে দ্রুত টিকাকরণ এবং করোনা বিধি কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের তৎপরতার জন্য। মঙ্গলবার ওই বিবৃতিতে বলা হয়েছে, এক একটি জেলার প্রতিটি সরকারি হাসপাতালে কোভিড শয্যার সংখ্যা কমিয়ে দেওয়া হবে। আপাতত বন্ধই রাখা হবে বেশিরভাগ সেফহোম। কিন্তু প্রতিটি জেলায় একটি অথবা দু’টি করে চালু থাকবে।
Leave a Reply