বঙ্গভূমি লাইভ ডেস্ক: পুরভোটে জয় পাওয়ার পরেই তিন নির্দল প্রার্থী জানিয়েছিলেন তাঁরা তৃণমূলে ফিরতে চান। সেই সময় ববি হাকিম বলেছিলেন, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কার্যত নির্দল কাউন্সিলরদের আশায় জল ঢেলে তৃণমূলের তরফে জানানো হল, তাঁদের আর দলে ফেরানো হবে না।
কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশ পাওয়ার দেখা যায়, ১৪৪টি আসনের মধ্যে তিনটি আসনে নির্দল প্রার্থী জয় লাভ করেছেন। জয়ী নির্দল প্রার্থীরা সকলেই বিক্ষুব্ধ তৃণমূলের সদস্য ছিলেন। পুরভোটে নির্বাচনের টিকিট না পাওয়ার কারণে তাঁরা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। ২১ তারিখে ফল প্রকাশের পর তাঁরা জানিয়েছিলেন, তৃণমূলে ফিরতে চান।
বৃহস্পতিবার পুরবোর্ড গঠনে তৃণমূলের বৈঠক হয়। সেই বৈঠকে জানা যায়, তৃণমূল তাঁদের দলে ফেরাতে নারাজ। দলীয় বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের বৈঠক। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। তৃণমূলের তরফে সমস্ত জয়ী প্রার্থীদের সেই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে কলকাতার মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন করা হবে বলেই জানা গিয়েছে।
Leave a Reply