বঙ্গভূমি লাইভ ডেস্ক: সামনেই আসতে চলেছে ত্রিপুরা (Tripura) মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বঙ্গভূমি লাইভ নিয়ে এল বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্নপত্র (Question Paper)। এই প্রতিবেদনে ছাত্রছাত্রীদের জন্য রইল সামাজিক বিজ্ঞান ও সমাজবিদ্যা (Social Science) বিষয়ের মডেল প্রশ্নপত্র।
মডেল প্রশ্নপত্র
বিষয় : সামাজিক বিজ্ঞান (ভূগোল ও অর্থনীতি) পূর্ণমান : ৪০
বিভাগ-ক (ভূগোল) : পূর্ণমান : ২০
I) প্রতিটি প্রশ্নের মান – ১ (একটি শব্দে বা এক বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও)
১) ভারতের দুটি প্রধান মৃত্তিকার নাম লিখ।
২) ভাঙ্গর এবং খাদর বলিতে কী বুঝ?
৩) লৌহ আকরিক কি প্রকারের সম্পদ ?
ক) নবীকরণযোগ্য সম্পদ (আ) জৈব সম্পদ (ই) ব্যক্তিগত সম্পদ (ঈ) অনবীকরণযোগ্য সম্পদ।
৪) নিরপেক্ষ সম্পদ কী? উদাহরণ দাও।
৫) মিশ্রচাষ কী?
৬) নিম্নলিখিত কোনটি শিম্বগোত্রীয় ফসল এবং জায়েদ ফসল – তরমুজ, মুগ।
II) প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিতগুলির অবস্থান, প্রতীক চিহ্ন ও নামসহ নির্দেশ কর।
৭) প্রধান গম উৎপাদক অঞ্চল
৮) প্রধান রাবার উৎপাদক রাজ্য
৯) মুম্বাই
III) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ৫০টি শব্দের মধ্যে।
১০. সমৃদ্ধশালী পশ্চাদভূমি – ব্যাখ্যা কর।
১১. ভারতে পাওয়া যায় এমন দুটি প্রধান মৃত্তিকার নাম লিখ। ভারতের কোথায় পাওয়া যায় উল্লেখ কর।
IV) নীচের প্রশ্নটি ১০০টি শব্দের মধ্যে উত্তর দাও।
১২. ভারতে উৎপাদিত দুটি হাল্কা পানীয় ফসলের নাম কর এবং তাদের উৎপাদনের ভৌগোলিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
অথবা
শিল্পস্থাপনের জন্য ৫টি কারণ (ভৌগোলিক ও মনুষ্য) ব্যাখ্যা কর।
বিভাগ-খ (অর্থনীতি) : পূর্ণমান : ২০
I) নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায়/এক বাক্যে উত্তর দাও।
১৩. একটি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসাবে ধরা হয় – ক) মাথাপিছু আয় (খ) স্বাস্থ্য (গ) গড় সাক্ষরতা (ঘ) সবগুলি।
১৪. জাতীয় আয় কী?
১৫. অর্থনৈতিক কার্যকলাপের কয়টি ক্ষেত্র? নাম লিখ।
১৬. একটি মধ্যম ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য প্রাথমিক ক্ষেত্রের উৎপাদনের কাজে ব্যবহৃত দ্রব্যটির নাম লিখ।
II) নিম্নলিখিত প্রশ্নগুলির ৫০ শব্দের মধ্যে উত্তর দাও।
১৭. কীভাবে Human Development Index পরিমাপ করা হয়?
১৮. উপভোক্তাগণের ক্ষতিপূরণ দাবি সমাধানের অধিকার গুরুত্বপূর্ণ বর্ণনা কর।
III) নীচের প্রশ্নটি ১০০টি শব্দের মধ্যে উত্তর দাও।
১৯. অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রগুলি কতভাগে বিভক্ত ও কি কি? কেন চাকুরীক্ষেত্র ভারতে গুরুত্বপূর্ণ উদাহরণ সহকারে ব্যাখ্যা কর।
২০. চেক কী? চেকের মাধ্যমে লেনদেন সম্পাদনে যুক্ত তিন পক্ষে Drawer, Payee, Drawee কি? ব্যাখ্যা দাও।
মডেল প্রশ্নপত্র
বিষয় : সামাজিক বিজ্ঞান (ইতিহাস) পূর্ণমান : ২০
বিভাগ-ক (প্রতিটি প্রশ্নের মান-১)
I) সঠিক উত্তরটি বাছাই করে খাতায় লেখো।
১) ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –
ক) ১৮১০ খ্রিস্টাব্দে (খ) ১৮১২ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে।
২) হিন্দ স্বরাজ বইটির লেখক ছিলেন –
ক) মহাত্মাগান্ধী (খ) জওহরলাল নেহেরু (গ) মৌলানা আজাদ (ঘ) লাল বাহাদুর শাস্ত্রী
II) একটি পূর্ণাঙ্গ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
৩) ফ্রেডারিক সরোঁ কে ছিলেন ?
৪) IMF এর সম্পূর্ণ নাম কী?
অথবা
বাণিজ্যিক গিল্ড কী?
৫) ভারতমাতার ছবি কে প্রথম অঙ্কন করেন?
৬) জি-৭৭ (G-77) বলতে কী বোঝ?
অথবা
পূর্ব (Proto) শিল্পায়ন বলতে কী বোঝ?
বিভাগ-খ (প্রতিটি প্রশ্নের মান ৩)
III) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ৬০টি শব্দের মধ্যে।
৭) যোসেফ ম্যাৎসিনি কে ছিলেন? ইতালীর ঐক্য আন্দোলনে তাঁর ভূমিকা আলোচনা কর।
অথবা
জার্মান একীকরণ প্রক্রিয়ার সংক্ষেপে বর্ণনা দাও।
৮) ব্রেটন উডসের চুক্তির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কেন ভারতে শিল্প উৎপাদন বৃদ্ধি পায় ?
বিভাগ-গ (প্রশ্নটির মান ৫)
IV) ১৫০টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও।
৯) জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি কী ছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল?
অথবা
আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো।
বিভাগ-ঘ : মানচিত্র চিহ্নিতকরণ
১০) ভারতের রাজনৈতিক মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি নির্দেশ করো।
ক) ১৯২০ সালের ডিসেম্বর মাসে যেখানে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেই স্থানটি।
খ) পাঞ্জাবের যেখানে একটি মারাত্মক হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল সেই স্থানটি।
গ) যে স্থানে গান্ধীজী সমুদ্রের জল সিদ্ধ করে লবণ তৈরি করেছিলেন সেই স্থানটি।
মডেল প্রশ্নপত্র
বিষয় : সমাজবিদ্যা (গণতান্ত্রিক রাজনীতি)
পূর্ণমান : ২০
বিভাগ-ক (প্রতিটি প্রশ্নের মান ১)
I) একটি শব্দে বা এক বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
১) বেলজিয়ামের কত শতাংশ লোক ডাচ ভাষায় কথা বলে?
২) বিশ্বের যে কোন একটি গণতান্ত্রিক দেশের নাম লেখো?
II) সঠিক উত্তরটি বেছে নাও।
৩) ‘শিক্ষা’ বিষয়টি সংবিধানের কোন তালিকার অন্তর্গত?
ক) কেন্দ্রীয় তালিকা (খ) রাজ্য তালিকা (গ) যুগ্ম তালিকা (খ) কোনটিই নয়
৪) ভারতীয় জনতা পার্টির পথ নির্দেশক মতাদর্শ কি?
ক) বহুজন সমাজ (খ) বিপ্লবী গণতন্ত্র (গ)সাংস্কৃতিক রাষ্ট্রবাদ (ঘ) আধুনিকত্ব
বিভাগ-খ (প্রতিটি প্রশ্নের মান ৩)
III) ৬০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
৫) ক্ষমতার অংশীদারিত্ব কেন প্রত্যাশিত।
৬) ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?
অথবা
স্থানীয় সরকারের যে কোন তিনটি কাজের উল্লেখ কর।
বিভাগ-গ (প্রতিটি প্রশ্নের মান ৫)
IV) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর অনধিক ১৫০ শব্দের মধ্যে লেখো।
৭) যে কোন গণতান্ত্রিক ব্যবস্থায় সামাজিক বৈচিত্র্যগুলির মধ্যে সমন্বয় সাধনের শর্তগুলো কি কি?
৮) রাজনৈতিক দলের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে বর্ণনা কর।
অথবা
রাজনৈতিক দলের সংস্কার কিভাবে সম্ভব?
সমাজ বিজ্ঞান (Social Science) সহ আগামী সমস্ত পরীক্ষাগুলির জন্য বঙ্গভূমি লাইভ-এর তরফ থেকে ত্রিপুরা (Tripura) বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা রইল।
Leave a Reply