বঙ্গভূমি লাইভ ডেস্ক: সামনে এল আরও এক স্বঘোষিত ‘বাবা’র কুকীর্তি। এবারের ঘটনা রাজস্থানে। একই পরিবারের তিন মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল যোগেন্দ্র মেহতাকে। জয়পুর –আজমের হাইওয়ের ধারে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মেহতার আশ্রম। গত চৌঠা মে এক মহিলা এবং তাঁর দুই ননদ মেহতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। এফআইআরে বলা হয়, ২০০৫ থেকে ২০১৭-বারো বছর...