বঙ্গভূমি লাইভ ডেস্ক: মায়ের না আছে বোধন, না আছে বিসর্জন। সারা বছরই পঞ্চমুন্ডির বেদীতে বিরাজ করেন তিনি। শোনা যায়, চার হাতের এই দেবী দুর্গা প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং সম্রাট আকবর। অষ্টধাতুর চার হাতের দুর্গা মূর্তির সঙ্গে নেই লক্ষ্মী-সরস্বতী কার্তিক-গণেশ। ষোলো পুরুষ ধরে এই অষ্টধাতুর দেবী পূজিতা হচ্ছেন হুগলি জেলার বৈঁচি গ্রামে। সারা বছর এই মূর্তি পূজিতা...