বঙ্গভূমি লাইভ ডেস্ক: অবিশ্রান্ত বর্ষণে বিপন্ন গ্রাম বাংলা। বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টিতে পশ্চিমের জেলাগুলিতে দুর্ঘটনার খবর মিলেছে। কোথাও কাঁচা বাড়ি ভেঙেছে তো কোথাও নির্মীয়মাণ সেতুর লোহার কাঠামো ভেসে গিয়েছে জলের তোড়ে। শুক্রবার সকালে পরিস্থিতির আরও অবনতি হল। অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার বিস্তীর্ণ অংশ। আচমকা জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেল বেশ...