বঙ্গভূমি লাইভ ডেস্ক : আপনাদের সব চাহিদা পূরণ করে দেব। উন্নয়নের বন্যা বইয়ে দেব, কাজ দেব, শিল্প দেব, কারও কোনও অভাব থাকবে না। ভোট প্রার্থীদের এই সব বুলি শুনতে শুনতে কান যখন ঝালাপালা, তখন কেউ যদি এসে বলেন আমাকে জেতান, বিনা পয়সায় বিশ্বকাপের টিকিট দেব, তখন ?তবে শুনুন। বাঙালির মত ফুটবল পাগল কেরলের মানুষও। এবার...