বঙ্গভূমি লাইভ ডেস্ক: আফগানিস্তান দখল করে কিছুটা নরম মনোভাব দেখিয়েছে তালিবান। তাদের দাবি, মহিলাদের স্বাধীনতা দেওয়া হবে। এমনকী, কোনও অত্যাচারও করা হবে না। কিন্তু তালিবানকে বিশ্বাস না করে সতর্ক থাকার পরামর্শ দিলেন সে দেশের প্রথম মহিলা পাইলট। অনেক লড়াই করে পাইলট হয়েছিলেন তিনি। মহিলাদের উন্নতির জন্য কাজও করেছিলেন। সেই নিলোফার রহমানি তালিবানের থেকে সতর্ক ককরলেন...