বঙ্গভূমি লাইভ ডেস্ক: আইপ্যাড ইউজারদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপ আইপ্যাড ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে নতুন এক ফিচার, মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচার। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এই ফিচার সামনে আনার আগেই বিশেষ এই ফিচার, বিটা সংস্করণে ইতিমধ্যেই রোল আউট শুরু হয়েছে। WABetainfo এর একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই মাল্টি-ডিভাইস 2.0 -এ কাজ শুরু করেছে এবং...