বঙ্গভূমি লাইভ ডেস্ক: বয়স পেরিয়েছে ১০০! তবু বয়স কি কোনও কিছুতে বাধ সাধে? ফ্লোরিডার এডিথ মুরওয়ে ট্রায়না সেটাই প্রমাণ করে ছাড়লেন। ১০০ বছর বয়সেও ভারোত্তোলন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন তিনি। তাও আবার পেশাদার ভারোত্তোলক হিসেবে। এমনকী তিনিই বিশ্বের সবচেয়ে বেশি বয়সি পেশাদার ভারোত্তোলক তিনিই। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই মহিলা ভারোত্তোলন শুরুই করেন ৯১...