বঙ্গভূমি লাইভ ডেস্ক: ক্রমশই নখদন্ত বের করছে আফগানিস্তানের তালিবান শাসকরা। ‘এবারের তালিবান সরকারকে ২০ বছর আগের তালিবদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না’- এ হেন দাবি গত চার সপ্তাহে নেতাদের মুখে একাধিকবার শোনা গেলেও, বাস্তবের ছবি একেবারে অন্য কথা বলছে। আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছে তালিবানরা। ইতিমধ্যেই মহিলাদের ঘরবন্দি করার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ক্ষুধার্ত নেকড়ের মতো...