বঙ্গভূমি লাইভ ডেস্ক: অতিমারী থেকে তালিবান আগ্রাসন। স্বাস্থ্য সংকট থেকে রাজনৈতিক অস্তিরতা, হতাশা যখন গোটা বিশ্বকে গ্রাস করেছে, তারই মাঝে এমন কিছু ঘটনার সামনাসামনি হই, যা আবার ভাবতে বাধ্য করে, না পৃথিবীটা সত্যিই বড় সুন্দর। আমেরিকায় করোনার প্রকোপ এখনও কমেনি৷ তারই মাঝে লুইসভিলে শুরু হয়েছে ১১৭তম কেন্টাকি স্টেট ফেয়ার৷ অনেক দিন পর আনন্দ করার সুযোগ...