বঙ্গভূমি লাইভ ডেস্ক: দিল্লির দ্বারকা এলাকায় তৈরি হওয়া হজ হাউস নিয়ে ক’দিন ধরেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই বিতর্কে জড়িয়ে পড়ল বিশ্ব হিন্দু পরিষদও (ভিএইচপি)। গত ৬ অগাস্ট এই ইস্যুতে ৩৬০টি খাপ বিক্ষোভ প্রদর্শন করে। বিজেপি নেতারাও অংশ নেন তাতে। এবার ভিএইচপিও মুখ খুলল এই ইস্যুতে। তারা দিল্লির আম আদমি পার্টির সরকারেরও তীব্র বিরোধিতা করে।...