বঙ্গভূমি লাইভ ডেস্ক: দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বলিউডে, প্রেম করছেন নার্গিস ফাকরি এবং উদয় চোপড়া। যদিও উদয় বা নার্গিস, কেউই কখনও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তারপর সময় গড়িয়েছে, রটেছে তারকা দম্পতির সম্পর্ক ভাঙ্গনের খবরও। উভয় গুঞ্জনেই এতদিন পর সিলমোহর দিয়ে এবার মিডিয়ার সামনে মুখ খুললেন পাকিস্তান ও চেক রিপাবলিকের যৌথ বাসিন্দা এবং অভিনেত্রী...