বঙ্গভূমি লাইভ ডেস্ক: তিরুপতির মন্দিরে গিয়ে নিজের চুল দান করে এসেছিলেন। সেটাই কাল হল তাঁর। মাথা মুড়িয়ে আসায় উবের অ্যাপ তাঁকে চিনতে পারল না। ফলে চাকরি খোয়াতে হল উবের চালককে। শ্রীকান্ত এখন চরম সঙ্কটের মধ্যে পড়েছেন। হায়দরাবাদের বাসিন্দা শ্রীকান্ত। পেশায় উবের চালক। ২০১৯ থেকে ট্যাক্সি চালাচ্ছেন। চালক হিসেবে তাঁর রেটিংও যথেষ্ট ভালো। উবেরের ৪.৬৭ স্টার...