বঙ্গভূমি লাইভ ডেস্ক: কাঠের বিশাল ঘোড়া। সেই ট্রোজান! যার জন্য ধ্বংস হয়েছিল ট্রয় নগরী। প্রায় সোয়া তিন হাজার বছর আগে যে জনপদ ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য। গ্রীক মহাকাব্যের এই রূপক আবার বঙ্গ রাজনীতির চর্চায় উঠে এল তথাগত রায়ের টুইটের সৌজন্যে। তৃণমূলে...