বঙ্গভূমি লাইভ ডেস্ক: ছোটবেলায় দেখতেন দ্রুত গতিতে চোখের সামনে দিয়ে রেল গাড়ি ছুটছে। সেই সময় থেকেই ইচ্ছে বড় হয়ে ট্রেন চালাবেন। সেই স্বপ্নকে সত্যি করেছেন। কুমকুম ডোঙরে পশ্চিম রেলওয়ের প্রথম মহিলা রেল ড্রাইভার। কুমকুম মধ্যপ্রদেশের বাসিন্দা। ভারতীয় রেলে সেইভাবে মহিলা রেল ড্রাইভার দেখা যায় না। কিন্তু ছোট থেকেই কুমকুমের ইচ্ছে ট্রারন চালানোর। এই ইচ্ছা...