বঙ্গভূমি লাইভ ডেস্ক: প্রেমিক ফূর্তি করবেন আর সেই টাকা জোগাড় করতে হবে প্রেমিকাকেই। এমন দাবিতে নিজের প্রেমিকাকে রাস্তায় বসিয়ে ভিক্ষে করতে বাধ্য করতেন এক যুবক। আর কামাই খানিক কম হলেই যুবতির কপালে জুটর মারধর। অমানবিক এই ঘটনাটি ঘটে ব্রিটেনের পিটারসবার্গ এলাকায়। শেষ পর্যন্ত এই অত্যাচার সইতে না পেরে পুলিসের দ্বারস্থ হন ওই যুবতি। আর এই...