বঙ্গভূমি লাইভ ডেস্ক: রাখে হরি মারে কে! এখন মার্কিন মুলুকে এই ‘হরি’ থুড়ি ‘হিরো’র ভূমিকায় অবতীর্ণ ভারতীয় বংশোদ্ভূত এক ট্রেন চালক। সময় মতো ছুটন্ত ট্রেনকে দাঁড় করিয়ে, যেন নতুন জীবন দিলেন রেল লাইনে ফেলে দেওয়া এক এশিয় যুবককে। ট্রেন চালকের নাম টবিন মাদাথিল। সোমবার যথারীতি রুটিন মাফিক ডিউটি করছিলেন। নিউইয়র্কের ক্যুইনসব্রিজ সাবওয়ে স্টেশনে ঢোকার মুখে...