বঙ্গভূমি লাইভ ডেস্ক: ১২ বছর ধরে গ্রামে গাছ লাগিয়ে গেছেন তিনি। লক্ষ্য ছিল গ্রামে অক্সিজেনের অভাব কমানো। কিন্তু সেই অক্সিজেনের অভাবেই মৃত্যুর কাছে হার মানলেন ৬৭ বছরের হরিদয়াল সিং। করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাঁর। পাঞ্জাবের ধাবলান গ্রামের বাসিন্দা ছিলেন হরিদয়াল সিং। গত ১৭ মে করোনা আক্রান্ত হন তিনি। তারপর দিন থেকেই শ্বাস...