বঙ্গভূমি লাইভ ডেস্ক: নিয়তির পরিহাস। মাঝ গঙ্গায় উলটে গেল নৌকো। এক ভাই বেঁচে ফিরলেও, তিনজনই প্রাণ হারিয়েছেন। পুলিসের তৎপরতায় ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয়েছে তিন তিনটি মৃতদেহ। পরিবারের কাছে প্রকাশ করার মতো কোনও ভাষা নেই। জানা গেছে, চার ভাই গঙ্গার কিনারে যাচ্ছিলেন পাট কাটতে। ছোট একটি নৌকাতে চেপে পাড়ি দিয়েছিলেন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা...