বঙ্গভূমি লাইভ ডেস্ক: আতঙ্কের আরেক নাম জিকা। এবার কোভিড১৯ প্রজাতি ডেল্টার দোসর হয়ে এলে জিকা। মশাবাহিত এই ভাইরাস এখন চোখ রাঙাতে শুরু করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেরলের অন্তত ১৩ জন। তাঁদের মধ্যে ২৪ বছরের এক অন্তঃসত্ত্বাও আছেন। মাসখানেক আগে গর্ভবতী মহিলা জিকার প্রাথমিক উপসর্গ নিয়ে তিরুবনন্তপুরমের এক হাসপাতালে ভরতি হন। সম্পূর্ণ সুস্থ শরীরের উপরও...