বঙ্গভূমি লাইভ ডেস্ক : কমিউনিস্ট শাসিত চীনের কাছে তালিবান মুক্তমনা-প্রগতিশীল। এভাবেই তালিবানকে প্রশংসা করল বেজিং। পাকিস্তানের পর এবার তালিবানের সমর্থনে এগিয়ে এল চীন । বৃহস্পতিবার বেজিংয়ের তরফে যা বলা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়ে গেছে, ‘তালিবান আর আগের মতো নেই। কট্টরপন্থা কমার পাশাপাশি কূটনৈতিক বুদ্ধি বেড়েছে তালিবান যোদ্ধাদের। যুক্তি দিয়ে বিচার করার প্রবণতাও বেড়েছে তাদের।’...