বঙ্গভূমি লাইভ ডেস্ক: বঙ্গজীবন, বাঙালির পরিচিত আবেগ আর নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম আজ প্রায় অমর হয়ে গেছে। তা হল দে’জ মেডিক্যাল। আর বাঙালি মহিলাদের একঢাল কালো চুলের বিশ্বাস জাগানো ব্র্যান্ড কেও কার্পিন। খবরের কাগজ আর পত্র-পত্রিকার সাদা-কালো বিজ্ঞাপনের জমানা পেরিয়ে, শুধু স্ট্র্যাটেজি বদল করে,৬৫ বছর নিজের আধিপত্য বজায় রেখেছে এই মাথার তেল। স্বাস্থ্যকর...