বঙ্গভূমি লাইভ ডেস্ক: মানুষ যে কতটা নৃশংস হতে পারে, ফের মিলল তার উদাহরণ। প্রাক্তন প্রেমিকার সঙ্গে কোনও বিষয়ে বচসা হয়েছিল যুবকের। আর সেই রাগেই যুবতিকে ব্যাপক মারধর করে সে। তারপর জীবন্ত অবস্থাতেই তাঁকে সুটকেসে ভরে জঙ্গলে ফেলে আসে যুবক। বহুক্ষণ পর্যন্ত সুটকেসে আটকে থাকায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবতির। এই ঘটনায় অপরাধীকে কড়া শাস্তি...