বঙ্গভূমি লাইভ ডেস্ক: গত মাসের ঘটনা। গোটা বিশ্ব তখন জেনে গিয়েছে বিশ্ব বাণিজ্যের জন্য অতিগুরুত্বপূর্ণ সুয়েজ খাল বন্ধ হয়ে যাওয়ার খবর। সুয়েজ খাল থেকে তখন কয়েক’শ মাইল দূরে আলেকজান্দ্রিয়াতে কর্মরত ছিলেন মারওয়া এল সেলাহদার। সেখানে থেকেই আচমকা মারওয়া জানতে পারলেন, এই খাল বন্ধ হয়ে যাওয়ার জন্য নাকি তিনিই দায়ী! মিশরে বাণিজ্যিক জাহাজের প্রথম নারী ক্যাপ্টেন...