বঙ্গভূমি লাইভ ডেস্ক: ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে দর্শকদের মন জয় করে নেওয়া একটি অন্যতম চরিত্র জেকে তলপড়ে। আর স্বতঃস্ফূর্ত অভিনয় দিয়ে যে অভিনেতা তাকে এত প্রাণবন্ত করে তুলেছেন তিনি আর কেউই নন শরিব হাসমি। তবে ইন্ডাস্ট্রিতে যে শরিব হাসমি খুব নতুন, তা কিন্তু নয়। কিন্তু এই চরিত্রই যেন আলাদা করে চিনিয়ে দিয়েছে অভিনেতা শরিবকে।...