বঙ্গভূমি লাইভ ডেস্ক: বুধবার নিউটাউনে শ্যুটআউটে গুলিবিদ্ধ হয়েছেন এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) অফিসার ইনস্পেক্টর কার্তিকমোহন ঘোষ। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। দুস্কৃতীদের ছোড়া গুলি তাঁর কাঁধ ফুটো করে চলে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষত সারছে দ্রুত। তাঁর পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাঁর এমআরআই সহ স্নায়ুর বিভিন্ন পরীক্ষা হবে। নদিয়ার করিমপুরের বাসিন্দা কার্তিকমোহন ঘোষ।...