বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমতো এগিয়ে এসেছেন তিনি। আপ্লুত ভক্তরাও সন্মান জানাতে তাঁর ছবিতে দুধ-মালা দিয়ে পুজোও করেছিলেন। কিন্তু সেটা সমর্থন করলেন না সোনু সুদ নিজেই। সোমবার তিনি একটি টুইটের মাধ্যমে ভক্তদের উদ্দেশে অনুরোধ করেন যাতে তাঁর ছবিতে দুধ না ঢেলে সেই দুধ কোনও একজন গরিবকে দেন তাঁরা। সূত্রের খবর, সম্প্রতি...