বঙ্গভূমি লাইভ ডেস্ক: সামান্য বচসা থেকে ভয়ঙ্কর ঘটনা। দুই প্রতিবেশীর অশান্তির জেরে, টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা এক নাবালকের জিভ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের খুরজা এলাকায়। জিভ টেনে ছিঁড়ে দেওয়ার মতো প্রচলিত কথাটি প্রায় সত্যি হল এখানে। আঘাত এতটাই গভীর যে আপাতত বাচ্চাটি কথা বলার মতো অবস্থায়ও নেই। মারাত্মক আহত শিশুটির বেশ কিছুদিনের জন্য ঠিকানা...