বঙ্গভূমি লাইভ ডেস্ক: ফাঁস হয়ে গিয়েছে তামিল অভিনেতা সিদ্ধার্থের ব্যক্তিগত ফোন নম্বর। তাঁর ফোন নম্বর ফাঁস করার পেছনে নাকি বিজেপির আইটি সেলের হাত রয়েছে, এমনই বিষ্ফোরক দাবি করেছেন ‘রঙ দে বসন্তি’ অভিনেতা। ট্যুইটে তামিলনাড়ু বিজেপি ও আইটি সেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। সিদ্ধার্থের দাবি, তাঁর ব্যক্তিগত ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হয়েছে। এর...