বঙ্গভূমি লাইভ ডেস্ক: স্মার্টফোন আর ল্যাপটপের যুগে এখন ঘরে ঘরে সুপার কিড। বড়দের মতোই হাতের কাছে পাওয়া আধুনিক প্রযুক্তিতে তারা দারুন চোস্ত। তাই শিশুর সারল্য কথাটাও বড়দের মুখেও বিশেষ শোনা যায় না। তবুও মাঝে মাঝে তাদের কীর্তিকলাপ বড়দেরও নির্ভেজাল আনন্দ দেয় বৈকি। যেমন অসমের দুই খুদে ভাইবোনের দুটি চিঠি এখন নেট দুনিয়ার হট ফেভারিট। চিঠিগুলি...