বঙ্গভূমি লাইভ ডেস্ক: অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়। করোনা, লকডাউনের সময় থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। নবম শ্রেণিতে উঠলেও পড়াশোনা আর চালাবে না বলেই মনস্থির করেছিল কিশোর। ভেবেছিল, রোজগারের চেষ্টা করবে। কিন্তু স্কুল তো কিশোরকে ছাড়তে চাইছে না। রেজিস্টেশনের ফ্রম নিয়ে বাড়িতে হাজির হলেন হেড মাস্টার। স্কুল খোলার পর থেকে মেদিনীপুরের হাট সরবেড়িয়ার...