বঙ্গভূমি লাইভ ডেস্ক: মতাদর্শের পার্থক্যের সাক্ষী ইতিহাসের পাতা। মার্ক্সবাদ মতাবলম্বীদের কাছে কখনই গ্রহণ যোগ্য ছিলেন না বিনায়ক দামোদর সভাকর। উপরন্তু হিন্দুত্ববাদ আদর্শের কারণে বরাবরই মার্ক্সবাদীদের কাছে সমালোচিত হয়েছেন বিনায়ক সভাকর। কিন্তু সেই কার্ল মার্ক্সের নাতিই ব্রিটিশ বন্দিদশায় ফ্রান্স থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন সভারকরকে। এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরছে ইতিহাসের পাতা। ফরাসি সমাজতান্ত্রিক, রাজনীতিবিদ, সাংবাদিক...