বঙ্গভূমি লাইভ ডেস্ক: বাঙালিদের কাছে ‘ফেলুদা’ (Feluda) শব্দটি শুধুই একটি শব্দ নয়, রহস্য-রোমাঞ্চের আবেগসর্বস্ব বাঙালিদের কাছে ফেলু মিত্তির একটা শিহরনের নাম। সম্পূর্ণ কাল্পনিক হলেও কবে যে সত্যজিৎ রায়ের এই চরিত্র বাঙালির ঘরে ঘরে ঢুকে পড়েছে রহস্য সন্ধানে সেই খোঁজ নেই কারুর। পরিচালক সন্দীপ রায়ের (Director Sandip Ray) হাত ধরে বড়ো স্ক্রিনে ফেলুদার ফিরে আসার কথায়...