বঙ্গভূমি লাইভ ডেস্ক: এতদিন শুধু বড়ো পর্দায় নয়, জনমানসের চলেছে তাঁর ‘দাবাং’গিরি। নেটিজেনরা বলছেন, এতদিনে বলিউডের ভাইজান ওরফে সলমন খান নাকি পেলেন উচিত শিক্ষা। সঠিক জায়গায় এসেই তাঁর ‘দাবাং’গিরি আর টিকলো না। মুম্বই বিমানবন্দরে সলমনের কীর্তি নিয়ে এখন নেটপাড়ায় তুমুল চর্চার কেন্দ্রে সলমন ও এক CISF অফিসার। নিয়মানুবর্তিতার শিক্ষা দিলেন তিনি ভাইজানকে জনসমক্ষে। নায়িকা ক্যাটরিনা...