বঙ্গভূমি লাইভ ডেস্ক: নায়িকাদের অনামিকায় হীরের আংটি মানেই ধরে নেওয়া হয় এনগেজমেন্ট সম্পন্ন। সাত পাকে বাঁধা পড়ার আগের ধাপ হিসাবে বাগদত্তের থেকে বেশিরভাগ নায়িকাই উপহার হিসেবে হীরের আংটি পেয়ে থাকেন। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের আঙুলে সম্প্রতি দেখা গিয়েছিল হীরের আংটি। তারপর থেকেই গুজব রটেছিল, বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন নায়িকা। তবে...