বঙ্গভূমি লাইভ ডেস্ক: প্রতিপক্ষ আরলেন লোপেক্সের কাছে হেরে যান ব্রিটিশ বক্সার বেন হোয়াইটটেকার। তিনি অলিম্পিক্সে রূপোর মেডেল জেতেন। কিন্তু তিনি পোডিয়ামে রূপোর মেডেল পরতে অস্বীকার করেন। তিনি রূপোর মেডেলটি নিজের পকেটে ঢুকিয়ে রাখেন। পোডিয়ামে তিনি কান্নায় ভেঙে পড়েন। ইতিমধ্যে এই ঘটনাকে ইস্যু করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অলিম্পিক্সে তিনি রূপোর...