বঙ্গভূমি লাইভ ডেস্ক: কেন্দ্র বিনা পয়সায় ভ্য়াকসিন না দিলে গান্ধীমূর্তির পাদদেশে অহিংস আন্দোলন করব। কোভিডের আবহে বড় জয় পেয়ে এমনটাই আশ্বাস দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তৃতীয়বারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছেন তিনি। এদিন তাঁর দলের ল্যান্ডসলাইড ভিক্ট্রির পর মমতা জানান, এখন কোনও বিজয় উৎসব হবে না। পরে বড় আকারের অনুষ্ঠান হবে। মমতা বলেন, এখন বড়...