বঙ্গভূমি লাইভ ডেস্ক: দশম শ্রেণীতে পাশ করতে পারেননি তিনি। থেমে গিয়েছিল পড়াশোনার চাকাও। তবু নতুন কিছু করার মনোবল ছিল। আর তার জেরেই জয়পুরের অটোচালক থেকে সুইজারল্যান্ড পাড়ি। ঘটনাটি খানিকটা অবাস্তব মনে হলেও, সেই অসম্ভবকেই সম্ভব করেছেন রাজস্থানের বাসিন্দা রণজিৎ সিং রাজ। বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় কর্মরত তিনি। কিন্তু এই সাফল্যের যাত্রা পথ নেহাতই সহজ ছিল না...