বঙ্গভূমি লাইভ ডেস্ক: সভা-সমাবেশে রাজনৈতিক নেতারা গালভরা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন গলাতে চান, কিন্তু পারেন কি? নেতা-নেত্রীদের সেই প্রতিশ্রুতির নিরিখেই যদিও ক্ষমতায় আসা, না আসা অনেকটাই নির্ভর করে। কিন্তু সমীক্ষা বলছে, রাজনীতির কারবারিদের ভারতবাসী আদৌ বিশ্বাস করে না। ইপসস ট্রাস্টওয়ার্দিনেস ইনডেক্স ২০২১ অনুযায়ী, শহুরে ভারতীয়রা সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেনাবাহিনী (৬৪ শতাংশ) ও বিজ্ঞানীদের (৬৪...