বঙ্গভূমি লাইভ ডেস্ক: মানুষের সেবাই লক্ষ্য, তাই পিপিই পড়ে সটান কোভিড ওয়ার্ডে ঢুকে পড়েছিলেন ওরা। এরপর করোনার তোয়াক্কা না করে হাসপাতালে রোগীদের মাস্ক খুলে ফলের রস খাওয়ানো চলল। সেইসঙ্গে চলল ফটোসেশন। দেরাদুনের দুন মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে। শুধু তাই নয়, রোগীদের মুখ থেকে মাস্ক খুলে তাঁরা ফলের রস খাবেন...