বঙ্গভূমি লাইভ ডেস্ক: লকডাউনের দরুন ঘরবন্দি প্রায় সকলেই। রাস্তায় নেই পর্যাপ্ত মানুষও। যার ফলে সব থেকে অসুবিধায় পড়েছে পশুরা। পর্যাপ্ত খাদ্যের যোগান জুটছে না তাদের। এই পরিস্থিতিতে বাঁদরদের মুখে খাওয়ার তুলে দিতে উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের এক পুলিস কমিশনার। সম্প্রতি এই বিষয়টি সকলের সামনে এসেছে। জানা গিয়েছে ওই পুলিস অফিসারের নাম রাজেশ প্যাটেল। ছত্তিশগড়ের সুরাজপুর এলাকায়...