বঙ্গভূমি লাইভ ডেস্ক: পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনতে আট সদস্যের একটি দল গিয়েছিল ডমিনিকা৷ কিন্তু মেহুলকে ছাড়াই ফিরতে হচ্ছে সেই দলকে। ডমিনিকা হাইকোর্ট মেহুলের হিবিয়াস করপাস মামলায় জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। আপাত জুলাই পর্যন্ত সেখানেই জেলে থাকবে হিরে ব্যবসায়ী। আট সদস্যের এই দলে ইডি-র আধিকারিক–সহ সিবিআইয়ের ব্যাঙ্ক সিকিউরিটিস অ্যান্ড ফ্রডস (মুম্বই)-এর প্রধান...