বঙ্গভূমি লাইভ ডেস্ক: পুরনো শত্রুতার জের। জামিনে মুক্ত খুনের মামলার আসামির নাক কেটে, সারা শরীরে অজস্র কোপ বসিয়ে একেবারে পাশবিক উন্মাদনায় খুন করা হল। হরিয়ানার পাঁচকুলার এই ঘটনায় নিহতের বন্ধুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দলও। তবে এখনও আততায়ীরা অধরাই। নিহত ৩৭ বছরের রিঙ্কু রোপরের বাসিন্দা। তার বিরুদ্ধে...