বঙ্গভূমি লাইভ ডেস্ক: গভীর সমুদ্রে নেমে তিমির মুখে চলে যাওয়া, আবার বেরিয়ে আসার ঘটনা প্রায়ই শোনা যায়। এবার মাইকেল প্যাকার্ড নামের এক ব্যক্তি তিমির পেট থেকে বেরিয়ে এসে অভিজ্ঞতার কথা জানালেন। মাইকেল প্যাকার্ড সাগরের নিচে লবস্টার বা বড় আকারের চিংড়ি মাছের খোঁজ করছিলেন। তখন বিশাল একটি তিমি তাঁকে গিলে ফেলে। এরপর প্রায় ৩০-৪০ সেকেন্ড তিনি...