বঙ্গভূমি লাইভ ডেস্ক: আত্মীয়র সঙ্গে জল তোলা নিয়ে কলহ হয়। সেই রাগে আত্মীয়কে শায়েস্তা করতে নিজের নাতনিকে খুন করল ৫০ বছর বয়সী এক মহিলা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। অমরলাল মোগা নামের এক যুবকের সন্তান। তিনি তাঁর পরিবারের সঙ্গে রাজস্থানের বাড়ান গ্রামে থাকেন। তাঁরই কাকার ছেলে রামেশ্বর মোগা। বাড়ির পাশে একটাই কুয়ো। সেখান থেকেই জল...