বঙ্গভূমি লাইভ ডেস্ক: নেশার ঘোরে অনেকে মদের বোতল ভেবে স্যানিটাইজারে চুমুক দিয়েছেন। করোনাকালে এ নজির সামনে এসেছে। এবার কাশ্মীর ও কর্নাটকের দুই বাসিন্দা স্যানিটাইজার খেয়ে বিপদের শিকার হলেন। তবে এঁরা নেশার ঘোরে স্যানিটাইজার পান করেননি। দুর্ঘটনাবশত স্যানিটাইজার খেয়ে ফেলেছেন। তারপর এঁদের খাদ্যনালী একেবারে শেষ হয়ে যায়। করতে হয় খাদ্যনালীর বিশেষ অপারেশন (esophageal reconstructive surgery)। ২৪...