বঙ্গভূমি লাইভ ডেস্ক: এর আগে ‘ফাদার অফ অল বোম্ব’ ব্যবহারের হুমকি দিয়েছিল রাশিয়া৷ এবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমানবিক যুদ্ধের কথা বললেন। ল্যাভেরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ (third world war) হবে পরমাণু অস্ত্রে (nuclear weapon) যা মারাত্মক ধ্বংস সৃষ্টি করবে৷ একই সঙ্গে ল্যাভেরভের চ্যালেঞ্জ জানিয়েছেন যে রাশিয়া ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। ল্যাভরভ বলেছেন...