বঙ্গভূমি লাইভ ডেস্ক: আফগানিস্তানে তালিবান-রাজ কায়েম হতেই ত্রস্ত বিশ্ব। আতঙ্কের ছায়া গ্রাস করেছে এই বাংলাকেও। যাঁরা রুটি রুজির টানে আফগানিস্তানে গিয়ে আটকে পড়েছেন, তাঁদের জন্য ভেবে কুলকিনারা পাচ্ছে না পরিবার। আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা অশোক ঘোষ এবং কৃষ্ণ দাস। মূলত সেখানে রান্নার কাজ করতেন তাঁরা। তালিবানরা কাবুলের দখল নেওয়ার পর দুশ্চিন্তায় তাঁদের পরিবার।...